Diamond Core Cutting and Sample Core Cutting


 Diamond Core Cutting and Sample Core Cutting

কোর কাটিং কী?
কংক্রিটের মধ্যে কোর কাটিং এমন একটি পদ্ধতি যা পাইপ, তার, ভেন্টিলেটিং বা শীতাতপনিয়ন্ত্রণের ভেন্টগুলি খোলার জন্য তৈরি করতে ব্যবহৃত হয়। কোর ড্রিলিং মূলত সুনির্দিষ্ট, বৃত্তাকার গর্ত তৈরি করার একটি উপায়।
কোর কাটিং এর ব্যবহারসমূহ/অ্যাপ্লিকেশনস:
১. ইন্ডাস্ট্রিয়াল/বাসাবাড়ির ইলেকট্রিক ওয়েরিং এর কাজে, অগ্নিনির্বাপক ব্যবস্থা, এসি লাগানো,এবং ভেন্টিলেটর স্থাপনের উদ্দেশ্যে কোর কাটিং করা হয়।
২. ইটের দেয়াল, আরসিসি দেয়াল, কালো পাথর, স্ল্যাব, মরীচি, কলাম এবং জলের ট্যাঙ্কগুলি ইত্যাদিতে কোর-কাটিং করা যেতে পারে।
৩. আরসিসি ডায়মন্ড কোর-কাটিংয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ফ্লোর কাটিং, কংক্রিট টেস্টিং এবং রেডিমেড হাউসের মতো অ্যাপ্লিকেশনগুলিও সম্ভব হয়েছে।
কোর কাটিং এ সুবিধাসমূহ:
১. কংক্রিটের গর্তগুলি করার জন্য, কোর-কাটিং একটি দ্রুত, নির্ভুল এবং সুন্দর উপায়।
২. এটির জন্য কম পরিশ্রম দিতে হয় তাই কম খরচে করা যায়।
৩. আশেপাশের ন্যূনতম বা অস্তিত্বহীন ক্ষতি সহ সুনির্দিষ্ট গর্ত করার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর।
৪. এই প্রক্রিয়ায় নিকটস্থ স্থাপনায় কম্পন ট্রান্সফার হয় না ফলে নিরাপদ রাখে।
৫. এটি ধূলিকণা দূর করে এবং বর্জ্যের পরিমাণ হ্রাস করে।
ট্রাস্ট ইন্ডাস্ট্রিয়াল সলিউশন বিডির রয়েছে কোর কাটিং এর কাজের বিশাল অভিজ্ঞতা। আমাদের প্রতিষ্ঠান সকল ধরণের beam cutting, beam holes and slab cutting, slab holes, round hole in the concrete sidewall Coring holes ধরণের কাজ করে থাকি। আমরা নতুন বা পুরাতন যেকোন ওয়াল, স্লাব, কলাম, বীম, ম্যাট ফ্লোর থেকে কোর কাটিং করে স্যাম্পল নেয়ার কাজ করি এবং কংক্রিটের স্থায়িত্ব ও দৃড়তা পরীক্ষার জন্য ক্লায়েন্টের রিকুইজিশনের ভিত্তিতে বুয়েট, চুয়েট, এমআইএসটি এবং অন্যান্য স্বীকৃত প্রতিষ্ঠানগুলো হতে পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করে দিই।
কোর কাটিং এ আমাদের সেবাসমূহ:-
2-inch coring holes in slab and beam
3-inch coring holes in slab and beam for the electrical DB cable
4-inch concrete coring holes in concrete slab and beam
5-inch coring holes in concrete slab for the w.c pipes or other
8-inch concrete coring holes for the water pipes or other
আমরা কংক্রিটের ওয়ালে বৃহদাকারের গোলাকার কোর কাটিং হোল গুলি করে থাকি।
20-inch coring hole in the concrete slab or a sidewall
30-inch coring hole in the solid concrete slab
আমরা কম রেটে কনক্রিট স্লাবে স্কয়ার বা অন্য যেকোন মাপের Straight Concrete Cutting ও করে থাকি।
ছবিতে দেখতে পাচ্ছেন কোর কাটিং মেশিনটি আমাদের প্রতিষ্ঠানে নতুন সংযুক্ত হয়েছে ।
যেকোনো ডায়া ও ডেপ্টের কোর কাটিং করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । 14" ডায়া পর্যন্ত এক কোরে কেটে দেয়া যাবে।
#Office_Address- Surma Mansion, 1st Floor, Plot-108, Block-C Koybolladham, R/A Feruzshah, Akbarshah, Chittagong-4207, Bangladesh.
Mobile- 01877-561844
Whatsapp- 01877-561844
Email- trust.isbd@gmail.com , sayem.tis@gmail.com


No comments

বিল্ডিং ডেমুলেশন/ Controlled Demolition

বিল্ডিং ডেমুলেশন/ Controlled Demolition ভাঙ্গলেই তো গড়া যায়। ভাঙ্গা ও গড়া পৃথিবীর চিরাচরিত একটি নিয়ম। আমরা আপনার বৃহৎ প্রয়োজনে ছোট কিংবা বড় ...

Powered by Blogger.